বছর দুয়েক আগে আসানসোল সফরে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই আসানসোলেই তৃণমূলের কর্মিসভা থেকে ‘শিল্পী’ বাবুলের প্রশংসা করলেন মমতা।
পাশাপাশি, আসানসোল লোকসভায় এই প্রথম তৃণমূলকে জয় এনে দেওয়ার জন্য শত্রুঘ্ন সিংহকে জানালেন ধন্যবাদ। আর আসানসোলবাসীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে শত্রুঘ্নেরই সিনেমার সংলাপ ধার করে তৃণমূল নেত্রী বললেন, ‘‘আপনারা বিজেপিকে খামোশ করে দিয়েছেন!’’
প্রসঙ্গত, শত্রুঘ্নের জনপ্রিয়তম পরিচিতি হল তাঁর উচ্চারিত ‘খামোশ’ শব্দটিতে। অর্থাৎ, চুপ! হিন্দি ছবিতে শত্রুঘ্নের মতো করে কেউই আর ওই শব্দটি উচ্চারণ করেননি। করেন না। ফলে ‘খামোশ’ বস্তুতপক্ষে শত্রুঘ্নেরই অভিজ্ঞান হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে। মমতা সেই শব্দটি নিয়েই জানিয়ে দিয়েছেন, বিজেপি ‘চুপ’ করে গিয়েছে!