Advertisement
E-Paper

টেকনো গ্রুপের উদ্যোগে স্টার্টআপ নিয়ে সম্মেলন শুরু, এক ছাতার তলায় শিল্পপতি থেকে শিল্পোদ্যোগী

পুরুষেরা তো বটেই এই সম্মেলনে উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গিয়েছে মহিলাদের। নারী উদ্যোগপতিদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। অনেকের মতে, ভারতের ব্যবসায়িক পরিমণ্ডলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২১:১৫
IncubES 2025 begins at Techno International New Town

টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউনের উদ্যোগে আয়োজিত সম্মেলন। —নিজস্ব চিত্র।

বর্তমানে অনেকেই কিছু নতুন করার কথা ভাবেন। বাঁধাধরা চাকরি বা ব্যবসার বাইরে গিয়ে কোনও না কোনও ‘স্টার্টআপ’-এর পরিকল্পনা নেন। কেউ কেউ সফল হন, কেউ ব্যর্থ হন। দিনে দিনে ‘স্টার্টআপ’-এর সংখ্যাও বাড়ছে। সে সব ‘স্টার্টআপ’ ব্যবসায়ীদের উৎসাহ দিতে নজরকাড়া এক সম্মেলনের আয়োজন করল টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। এক ছাতার তলায় আনা হয়েছে নতুন উদ্যোগপতি, বিনিয়োগকারী, এবং শিল্প-শিক্ষা সহযোগীদের। টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত তিন দিনের এই সম্মেলনের দিকে তাকিয়ে অনেকেই। সম্মেলনের নাম ‘ইনকাবইএস ২০২৫’।

পুরুষেরা তো বটেই এই সম্মেলনে উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গিয়েছে মহিলাদের।মহিলা উদ্যোগীদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। অনেকের মতে, ভারতের ব্যবসায়িক পরিমণ্ডলে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু বাংলা নয়, অন্য রাজ্য থেকেও অনেকে এই সম্মেলনে যোগ দেন। বিনিয়োগের পথ খুলতে তাঁরা বিভিন্ন নতুন মডেল তৈরি করে এই সম্মেলনে এসেছেন।

অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও শঙ্কু বসু, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের অধ্যক্ষ অয়ন চক্রবর্তী, আইআইটি খড়গপুরের অধ্যাপক সিদ্ধার্থ দাস, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এবং অসম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) অরূপ রাহা-সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও থাকতে পারেননি সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সত্যম রায়চৌধুরী। তবে তিনি তাঁর বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সম্মেলন একটি দূরদর্শী উদ্যোগ যা টেকসই ব্যবসা, নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে আসে। সত্যমের মতে, ‘‘এই মঞ্চে নতুন ধারণাগুলি বাস্তব রূপ নিতে পারে—এটাই এর সবচেয়ে বড় সাফল্য।”

অন্য অতিথিরাও নিজের নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। কেউ প্রতিষ্ঠানের সাফল্যের কথা বলেছেন, কেউ আবার ব্যবসায়িক পরিকাঠামো দিতে দৃষ্টি আকর্ষণ করেছেন। নতুনদের কাছে ব্যবসার এক পথ খুলেছে বলেও মত অনেকের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পপতি, শিক্ষাবিদ ও কর্পোরেট প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন।

Techno India Group Startup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy