Advertisement
E-Paper

পরিস্থিতি সাপেক্ষে তিন দিন এগিয়ে এল অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠক, কারণ নিয়ে নানা জল্পনা তৃণমূলের অন্দরে

ঠিক কী কারণে ২৪ ঘণ্টার মধ্যে বৈঠকের দিন বদলানো হল, আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফে তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে তৃণমূল নেতারা একান্ত আলোচনায় সম্ভাব্য একাধিক কারণের কথা উল্লেখ করছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৬:১৬
Instead of August 8, Abhishek Banerjee will hold a virtual meeting with party leaders on August 5

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

দলের ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে আগামী ৮ অগস্ট ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই বৈঠকের কথা জানা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই সেই বৈঠকের দিন বদল হল। ক্যামাক স্ট্রিটের তরফে জানানো হয়েছে, তিন দিন এগিয়ে আসছে বৈঠক। অর্থাৎ, ৮ অগস্টের বদলে বৈঠক হবে ৫ অগস্ট।

ঠিক কী কারণে ২৪ ঘণ্টার মধ্যে বৈঠকের দিন বদল হল, আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফে তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে তৃণমূল নেতারা একান্ত আলোচনায় সম্ভাব্য একাধিক কারণের কথা উল্লেখ করছেন। প্রথমত, ৮ অগস্ট ঝাড়গ্রাম সফরে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সফরের সময়ে ঝাড়গ্রাম ও সংলগ্ন জেলার নেতা, জনপ্রতিনিধিরা সেখানে ব্যস্ত থাকবেন। ফলে সেই সময়ে অভিষেক বৈঠক করলে দলের মধ্যে ভিন্ন ধারণা তৈরি হতে পারে। সেটা এড়াতেই বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করছে তৃণমূলের একটি অংশ।

আবার তৃণমূলের অন্য অংশের বক্তব্য, অভিষেকের বৈঠকের মূল বিষয় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে সাংগঠনিক করণীয়। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই বাংলায় এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। তাই পরিস্থিতি সাপেক্ষে বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে। তা ছাড়া, ৯ অগস্ট রাখিপূর্ণিমা এবং ‘ভারত ছাড়ো দিবস’ উপলক্ষে তৃণমূলের ঘোষিত কর্মসূচি রয়েছে জেলায় জেলায়। সেই প্রস্তুতি যাতে ব্যাহত না-হয়, সে কারণে ঠিক তার আগের দিন বৈঠক করা হচ্ছে না। তা ছাড়া, সংসদের অধিবেশনও চলছে।

তৃণমূলের সংসদীয় দলের একটি সূত্রের আবার বক্তব্য, ৮ অগস্ট বিরোধী দলগুলির ডাকে এসআইআর-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ঘেরাও কর্মসূচি হতে পারে। সেখানে থাকতে পারেন অভিষেক।

রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে তা শুরু হচ্ছে ২ অগস্ট, শনিবার থেকে। সেই কর্মসূচিতেও সংগঠনকে পুরোদস্তুর নামাতে চায় তৃণমূল। অভিষেকের বৈঠক থেকে সেই সংক্রান্ত বার্তাও থাকতে পারে। দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠকে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।

Abhishek Banerjee Tmc Leader Virtual meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy