Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Deucha Pachami

Deucha Pachami: ডেউচায় জাঠা, ডাক জনমঞ্চের

জনমঞ্চের সভায় এসে স্থানীয় আন্দোলনকারীদের একাংশ এ দিন অভিযোগ করেন, খনির নামে পাথর খাদান তৈরিরই চেষ্টা চলছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২১
Share: Save:

বীরভূমে খোলামুখ খনি প্রকল্পের প্রতিবাদে ডেউচা পাঁচামির আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা করল ‘বিদ্বেষের রাজনীতি-বিরোধী জনমঞ্চ’। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্বদের নিয়ে সদ্য গঠিত হয়েছে ওই মঞ্চ। কলকাতা প্রেস ক্লাবে সোমবার জনমঞ্চের তরফে ঘোষণা করা হয়েছে, জনজাতি ও স্থানীয় মানুষের আন্দোলনের পাশে দাঁড়াতে আগামী ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে জাঠা শুরু হবে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান হয়ে ২১ ফেব্রুয়ারি জাঠা ডেউচায় ঢোকার চেষ্টা করবে। মাতৃভাষা ও মাতৃভূমির অধিকার বিচ্ছিন্ন নয়, এই যুক্তিতে ২১শে-র তারিখ বেছে নেওয়া হয়েছে। জনমঞ্চের সভায় এসে স্থানীয় আন্দোলনকারীদের একাংশ এ দিন অভিযোগ করেন, খনির নামে পাথর খাদান তৈরিরই চেষ্টা চলছে। পরিবেশের উপরে প্রভাবের কথাও উঠে এসেছে বিভিন্ন বক্তার কথায়। জনমঞ্চের চেয়ারপার্সন শমীক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রকল্পের গতিপ্রকৃতি থেকে স্পষ্ট, রাজ্য সরকার জনজাতিদের জমি থেকে উৎখাত করতে চাইছে। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে পুনর্বাসনের প্রকল্প বাস্তবায়িত হয়নি। ড‌েউচা পাঁচামিতেও মানুষের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deucha Pachami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE