Advertisement
১১ মে ২০২৪

নবান্নের বার্তায় ফের চাঙ্গা মির্জা

নারদ ঘুষ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের আইপিএস অফিসার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার। শুক্রবার হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে, তাঁকে সাসপেন্ড করে সাত দিনের মধ্যে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০৩:০৮
Share: Save:

নারদ ঘুষ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের আইপিএস অফিসার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার। শুক্রবার হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে, তাঁকে সাসপেন্ড করে সাত দিনের মধ্যে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিভাগীয় তদন্ত মনে হয় শুরু হয়ে গিয়েছে।’’

যদিও নবান্নের খবর, তদন্ত শুরুই করেনি সরকার। মির্জা এখন স্পেশাল স্ট্রাইকিং ফোর্স-এর কম্যান্ড্যান্ট। এ দিন রায় বেরোনোর পরে অফিসমুখো হননি তিনি। তবে দুপুরে ব্যারাকপুরের অফিস থেকে কিছু ফাইল নিয়ে গাড়ি গিয়েছিল এয়ারপোর্ট এলাকায় মির্জার বাড়িতে। তাঁর সই নিয়ে সে ফাইল ফিরে এসেছে। এ দিন রায় শুনে প্রাথমিক ভাবে ভেঙে পড়লেও মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে অনেকটাই চাঙ্গা হন মির্জা। ঘনিষ্ঠ মহলে জানানও সে কথা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে তাঁর মনে হয়েছে, সরকার পাশেই রয়েছে। নবান্ন সূত্র জানাচ্ছে, সাত দিনের সরকার শীর্ষ আদালতে যাবে। সেখানে স্থগিতাদেশ মিলবে, এই আশায় মির্জার বিরুদ্ধে চটজলদি পদক্ষেপ করতে চাইছে না নবান্ন। তবে স্থগিতাদেশ না মিললে হাইকোর্টের নির্দেশ মানতেই হবে।

আরও পড়ুন: কোমর বাঁধো, নির্দেশ গোয়েন্দাদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narada Scam IPS Officer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE