Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sanatan Ray Chaudhuri

Sanatan Ray Chaudhuri: সনাতন সত্যিই আইনজীবী তো? খতিয়ে দেখার কথা ভাবছে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন

কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কৌঁসুলি সেজে, আবার কখনও সরকারি কূটনীতিক সেজে ব্রিকস সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী মোদীর পাশে!

সনাতন রায়চৌধুরী

সনাতন রায়চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৬:২৮
Share: Save:

কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কৌঁসুলি সেজে, আবার কখনও সরকারি কূটনীতিক সেজে ব্রিকস সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে! আর কোথায় কোথায় পায়ের ছাপ ফেলেছেন সনাতন রায়চৌধুরী, তার তদন্তে নেমে একেবারে নাস্তানাবুদ অফিসারেরা। একের পর এক প্রতারণাচক্র ফাঁস হওয়ায় এ বার সনাতনের আইনজীবীর পেশা নিয়েও সন্দেহ প্রকাশ করল কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন।

সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনের খাতায় সনাতনের নাম নথিভুক্ত রয়েছে। নিয়ম হচ্ছে, বার কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়ার পরই বার অ্যাসোসিয়েশনে নাম লেখানো যায়। অ্যাসোসিয়েশনের খাতায় সনাতনের নামের পাশে যে তথ্য রয়েছে, তাতে বলা হয়েছে, ২০০০ সালের ১২ অগস্ট বার কাউন্সিলের সদস্য পদ পাওয়ার পরই বার অ্যাসোসিয়েশনে তাঁর নাম উঠেছে। সেই সময়ে নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি কোনও জাল নথি জমা দিয়েছিলেন কি না, এ বার তাই খতিয়ে দেখার ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও কিছুই জানানো হয়নি।

গড়িয়াহাটে বিপুল টাকার সম্পত্তি দখল করতে গিয়েই গ্রেফতার হওয়ার পর প্রাথমিক ভাবে নিজেকে রাজ্য সরকার এবং সিবিআইয়ের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। আদতে বহরমপুরের খাগড়া তেলঘরিয়ার বাসিন্দা সনাতন জানিয়েছিলেন, সময় বিশেষে হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Sanatan Ray Chaudhuri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE