Advertisement
০৪ মে ২০২৪
All India Trade Test

সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় শীর্ষে বাংলার পড়ুয়ারা, মুখ্যমন্ত্রী মমতা জানালেন শুভেচ্ছা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২২ সালেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় পরীক্ষাতেও সামগ্রিক ফলের হিসাবে শীর্ষস্থানে ছিল বাংলা।

নেতাজি ইন্ডোরে ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি ইন্ডোরে ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২১
Share: Save:

আইটিআই-এর সর্বভারতীয় পরীক্ষায় (অল ইন্ডিয়া ট্রেড টেস্ট বা এআইটিটি) এ বার পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের ফল সবচেয়ে ভাল। ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ‘পাশ আউট রেট’-এ শীর্ষস্থানে রয়েছেন এ রাজ্যের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এ নিয়ে খুশি প্রকাশ করেছেন।

এআইটিটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মমতা তাঁর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘‘আমাদের আইটিআই পড়ুয়ারা সর্বভারতীয় স্তরের পরীক্ষা অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি)-এ ভাল ফল করেছে। এ বছর (২০২৩) বিভিন্ন পাঠক্রম থেকে সারা দেশে ৫০ জন শীর্ষ স্থানাধিকারী মধ্যে, পশ্চিমবঙ্গের আট জন আইটিআই শিক্ষার্থী রয়েছেন। যা সারা দেশে সর্বোচ্চ। এঁদের মধ্যে চার জন মেয়ে।’’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২২ সালেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষাতেও সামগ্রিক ফলের হিসাবে শীর্ষস্থানে ছিল বাংলা। প্রথম ৫০ জনের তালিকায় এ রাজ্যের মোট ৫০ জন শিক্ষার্থী স্থান পেয়েছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ITI Mamata Banerjee Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE