শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ‘নাটকে লোকশিক্ষে হয়’। অনেকটা সেই কায়দায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাণী ও আদর্শ’ প্রচারে উদ্যোগী হয়েছে চিৎপুরের একটি যাত্রা সংস্থা।
‘‘উনিশে পা দিয়ে উনিশের জন্য ব্রিগেড হবে। ভারত দখলের ডাক দেওয়া হবে ১৯ জানুয়ারির ব্রিগেড থেকে। সব দলকে আমরা নিয়ে এসে বিরোধী ঐক্যকে সংহত করব।’’— ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন মমতা। তৃণমূলনেত্রীর আহ্বানকে পাথেয় করে চিৎপুরের ওই সংস্থার যাত্রা, ‘মমতার ডাকে দিল্লি চলো’।
এই ধরনের যাত্রা কেন? সংস্থাটির মতে, যাত্রাশিল্প ক্রমশই ক্ষয়িষ্ণু। এই ধরনের যাত্রায় দর্শককে সহজেই টানা যায়। আবার সরকারের উন্নয়নের কথাও মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়। কয়েকদিন আগে ঝাড়গ্রামের সভা থেকে তাঁর উপর বিশ্বাস না হারানোর যে বার্তা মমতা দিয়েছেন, তা-ও যাত্রার মাধ্যমে তুলে ধরতে চান সংস্থার কর্তারা। যাত্রাটির পরিচালক উত্তম মাইতির বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর আহ্বানকে নিয়ে যাত্রা হলেও তা দেখতে তৃণমূলের পাশাপাশি অন্য দলের লোকজনও আসবেন। প্রতিটি শো’র মাধ্যমে দর্শকদের মধ্যে তিন-চারজনও যদি তৃণমূলের প্রতি আকৃষ্ট হয়। সেটাই বড় প্রাপ্তি।’’ উল্লেখ্য, যাত্রাটির প্রযোজক আশিস প্রামাণিক তৃণমূল সমর্থক বলে পরিচিত।