Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হিজাব দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, অভিযোগ

পুলিশ জানায়, ছাত্রীটি রাতে ক্যান্টিন থেকে খেয়ে বন্ধুর সঙ্গে হস্টেলের দিকে ফিরছিলেন। তিনি হিজাব পরেছিলেন বলে তাঁর সহপাঠীরা জানিয়েছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৩:৫০
Share: Save:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে খোদ হাসপাতাল চত্বরে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতের ঘটনা। পরে ওইদিন রাতেই মাটিগাড়া থানার মেডিক্যাল কলেজ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ছাত্রীটি রাতে ক্যান্টিন থেকে খেয়ে বন্ধুর সঙ্গে হস্টেলের দিকে ফিরছিলেন। তিনি হিজাব পরেছিলেন বলে তাঁর সহপাঠীরা জানিয়েছেন। ছাত্রীটি পুলিশের কাছে তাঁর অভিযোগে জানিয়েছেন, ক্যাম্পাসের মধ্যেই একটি ছোট গাড়ি এবং একটি বাইক নিয়ে বটতলার কাছে আড্ডা মারছিল কিছু যুবক। পুলিশ জনিয়েছে, ওই যুবকেরা ওই ছাত্রীকে উদ্দেশ্য করে বেশ কয়েকবার ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উত্ত্যক্ত করতে থাকে বলে অভিযোগে জানানো হয়েছে। ভয় পেয়ে ওই ছাত্রী দ্রুত এগিয়ে যান হস্টেলের দিকে। কিন্তু তার পরেও তাঁর পিছু নেওয়া হয় বলে তিনি জানান। পরে তিনি হস্টেলে ঢুকে পড়েন। এরপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি তিনি রাতেই থানায় জানান।

এ ব্যাপারে শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মিনা এবং ডিসি (পশ্চিম) তরুণ হালদার কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তারা একটি তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজে গিয়ে পুলিশ ওই ছাত্রীর সঙ্গে কথা বলে। তখনই তিনি ওই অভিযোগ নিয়ে আর এগোতে চান না বলে পুলিশ অফিসারদের জানান। এ ব্যাপারে ওই ছাত্রী বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমি আর কোনও কথা বলতে চাই না। একটা অভিযোগ করেছিলাম মাত্র। এখন তা তুলে নেব ভাবছি। অযথা বিতর্ক বাড়ছে, যেটা আমি চাই না।’’ তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী বলেছেন, ‘‘জয় শ্রীরাম বলেছে তো কী হয়েছে? এটা তো কোনও

খারাপ কথা নয়!’’ তবে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দেব বলেছেন, ‘‘বেগুসরাইয়ে এক ব্যক্তিকে ধর্মের ভিত্তিতে পিটিয়ে মারা হয়েছিল। এখানে এক ছাত্রীকে জয় শ্রীরাম বলে উত্ত্যক্ত করা হচ্ছে।’’

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে ওই ঘটনার পর ছাত্রীদের একটি বড় অংশ ক্ষুব্ধ। তাঁরা জানাচ্ছেন, রাত দশটায় লাগোয়া অটোস্ট্যান্ডের গেট বন্ধ হয়ে যায়। কিন্তু তার আগে থেকেই পূর্ত দফতরের ওয়ার্কশপ থেকে অটোস্ট্যান্ডের গেট পর্যন্ত কলেজ চত্বরের ভিতরেই মূল রাস্তার উপর নানা দুষ্কর্মের ঠেক বসে যায়। যাতায়াতের রাস্তাতেই রাতের মেডিক্যাল চত্বরে কিছুদিন আগেও দুই ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছিল।

মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের সংগঠন এআইডিএসও’র সম্পাদক সৌম্যদীপ রায় বলেন, ‘‘উত্তরণ থেকে শুরু করে অটোস্ট্যান্ডের গেট পর্যন্ত রাত হলেই দুষ্কৃতী কার্যকলাপ বাড়ে। আমরা তিন দফা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Bengal University Jay Shree Ram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE