ফের হুমকি প্রথার শিকার হওয়ার অভিযোগ তুলল ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল’ ও ‘অভয়ামঞ্চ’। তাদের অভিযোগ, আর জি কর আন্দোলনে যুক্ত থাকার জন্য চিকিৎসক ও সাধারণ মানুষকে সমন পাঠিয়ে থানায় ডাকা হচ্ছে। সরকারি চিকিৎসকদের বদলির ভয় দেখানো এবং মেডিক্যাল কাউন্সিলকে দিয়ে বিভিন্ন ভাবে বেসরকারি চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের নামে থানায় বসিয়ে রাখা হচ্ছে। মিটিং, মিছিলের ছবি দেখিয়ে অন্যদের পরিচয় জানতে চাওয়া হচ্ছে।’’ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-এর সভাপতি চিকিৎসক কৌশিক চাকী জানান, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের নামে তদন্ত করে অভিযোগের সত্যতা-সহ রিপোর্ট জমা করেছিল স্বাস্থ্য দফতরের কমিটি। তিনি বলেন, ‘‘আজও তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। উল্টে কমিটির সদস্য এক অধ্যক্ষকে শাস্তিস্বরূপ অন্য মেডিক্যাল কলেজে শিক্ষক-চিকিৎসক পদে বদলি করা হয়েছে।’’ অভয়া মঞ্চ রাজনীতি করছে বলে নির্যাতিতার বাবা যে অভিযোগ করেন, তার সারবত্তা নেইবলেও দাবি করে অভয়া মঞ্চ জানায়, “উনি সেই অর্থে কথাটা বলেছেন বলে মনে হয় না। আর জি কর আন্দোলনে রাজনীতি নেই।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)