Advertisement
E-Paper

হাইকোর্টের নাম বদল চান না বিচারপতিরা

নাম বদল চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু হাইকোর্টের সব বিচারপতি এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, দীর্ঘ ঐতিহ্যের কথা মাথায় রেখে কলকাতা না-করে ‘ক্যালকাটা হাইকোর্ট’ নামটিই বহাল রাখা উচিত।

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০৩:১৮

নাম বদল চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু হাইকোর্টের সব বিচারপতি এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, দীর্ঘ ঐতিহ্যের কথা মাথায় রেখে কলকাতা না-করে ‘ক্যালকাটা হাইকোর্ট’ নামটিই বহাল রাখা উচিত। এই সিদ্ধান্তের কথা জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠিও দিয়েছেন তাঁরা। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সুগত মজুমদার আইনজীবী সংগঠনকে এ কথা জানিয়ে দেন। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরঞ্জন দাশগুপ্ত বলেন, ‘‘রেজিস্ট্রার জেনারেলের চিঠি পেয়েছি। আমরা ক্যালকাটা হাইকোর্টের বদলে ‘কলকাতা হাইকোর্ট’ নামকরণের বিরোধী। এই ন্যায়ালয়ের ঐতিহ্যের কথা মাথায় রেখে বিচারপতিরা যে-সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সাধুবাদ জানাই।’’

High court Judge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy