পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জম্মু-কাশ্মীরের এক যুবক গ্রেফতার অরুণাচল প্রদেশে। গত কয়েক সপ্তাহে এই মামলায় তৃতীয় গ্রেফতারির ঘটনা ঘটল। অন্য দিকে, শুক্রবার রাতে পাক-যোগের অভিযোগে অসম থেকে ধরা হয়েছে ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে।
শনিবার যে কাশ্মীরি যুবক গ্রেফতার হয়েছেন, তাঁর নাম হিলাল আহমেদ। বয়স ২৬ বছর। তাঁকে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং থেকে ধরেছে সে রাজ্যের পুলিশ। অভিযোগ, হিলাল ভারতের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর কিছু তথ্য পাকিস্তানি একটি সংগঠনকে দিয়েছেন। একই অভিযোগে গত ২২ নভেম্বর গ্রেফতার হন নাজ়ির আহমেদ মালিক নামে এক যুবক। তিনি উত্তর-পূর্ব ভারতে টহলরত সেনাদের নিয়ে বেশ কিছু তথ্য পাচার করেছেন।
আরও পড়ুন:
এর পর সাবির আহমেদ মীর নামে আরও এক কাশ্মীরি যুবক গ্রেফতার হন একই অভিযোগে। তাঁকে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, তিন অভিযুক্তের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে। এখান থেকেই আভাস পাওয়া যাচ্ছে, বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন কাশ্মীরিরা। পশ্চিম সিয়াং জেলার পুলিশ সুপার কর্দক রিবা জানান, জম্মু-কাশ্মীরের বাসিন্দা যুবক ধরা হয় শুক্রবার রাতে। উনি একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তদন্ত চলছে। বস্তুত, হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাসবাদী মডিউলের সদস্যদের গ্রেফতারির সূত্র ধরেই এই ধরপাকড় শুরু হয়েছে।