সুপ্রিম কোর্টের উপর তাঁর সম্পূর্ণ আস্থা, বিশ্বাস রয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার নামে যা বলা হচ্ছে, তা সঠিক নয়। এখন জাতির কিছু জ্যাঠামশাই আমার বদনাম করার চেষ্টা করছেন। কিন্তু তা সফল হবে না বলেই আশা।’’
মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘শুধু দুর্নীতি নয়, আরও অনেকের সঙ্গে আমাকে লড়াই করতে হচ্ছে। তবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে। যে কথা আমি বলিনি, তা বলা হচ্ছে। কিছু মানুষ কুৎসা অপপ্রচার করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘কয়েক জন রক্তপিপাসু দালাল এখন মাঠে নেমে পড়েছেন। তাঁরা রক্তের লোভে আমার পিছনে ছুটছেন। তাঁদের বিরুদ্ধেও আমাকে লড়তে হবে।’’
আরও পড়ুন:
প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আপাতত শুনানি স্থগিত রেখেছেন বিচারপতি। এজলাসের মধ্যে এক বিচারপ্রার্থী জানতে চান, সময় চলে যাচ্ছে, কবে তাঁরা বিচার পাবেন? বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ভারতের আইন সভ্য আইন। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। কিছুটা সময় হয়তো লাগছে, কিন্তু বিচার পাবেন।’’
এই মামলার পরবর্তী শুনানি হাই কোর্ট করতে পারে কি না, মামলকারীদের আইনজীবীকে সুপ্রিম কোর্ট থেকে তা জেনে আসতে বলেন বিচারপতি।