Advertisement
০১ অক্টোবর ২০২৩

বসুর ফলক সরানো হয়নি, জানালেন মন্ত্রী

বিধানসভায় প্রশ্নের উত্তরে ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, ওই ফলক সরানো হয়নি।

এই সেই ফলক। নিজস্ব চিত্র

এই সেই ফলক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০১:০১
Share: Save:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ উপলক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গন সংস্কারের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামের উদ্বোধনী ফলক সরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক হয়েছিল। বিধানসভায় প্রশ্নের উত্তরে ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, ওই ফলক সরানো হয়নি। বিতর্কের সময়ে মন্ত্রীর মন্তব্য ছিল, বিষয়টি খোঁজ না নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তাঁর বুধবারের জবাবের পরে ফের ঘর গোছাতে নেমেছে বামেরা। প্রশ্নকর্তা সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের দাবি, ক্রীড়াঙ্গনে নির্ধারিত জায়গায় যে জ্যোতিবাবুর নামের ফলক নেই, সেই ছবি তাঁদের কাছে আছে। তার ভিত্তিতে তাঁরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বা বাইরে আইনি লড়াই কী করা যায়, সেই ব্যাপারে আলোচনা করবেন। আর এক সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের প্রশ্নের লিখিত জবাবে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, পুরো প্রক্রিয়া সমাপ্ত না হওয়ায় যুবভারতী সংস্কারে খরচের অঙ্ক এখন বলা যাচ্ছে না। তবে পুরো টাকাই রাজ্য সরকার দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE