তাঁর ‘ইচ্ছা’র কথা শুনে কথা বলতে গিয়েছিলেন, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত সে সময় বাড়িতে না থাকায় দেখা হল না।
মঙ্গলবার সকালে ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর টিম হাজির হয়েছিল শীলভদ্রের বাড়িতে। সূত্রের খবর, সে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছিলেন, তিনি রাজনীতির মানুষ। তাই কর্পোরেট সংস্থার প্রতিনিধি নয়, রাজনীতির মানুষদের সঙ্গেই কথা বলতে তিনি স্বচ্ছন্দ। বিকেলে বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বৈঠক শেষ করেই তড়িঘড়ি শীলভদ্রের বাড়িতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়।
শীলভদ্রের দেখা না পেলেও জ্যোতিপ্রিয় আশাবাদী তিনি দলেই থাকবেন। তিনি বলেন, ‘‘শীলভদ্র আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। তাঁর মান-অভিমান থাকতে পারে। বসে কথা বললেই সব সমস্যা মিটে যাবে। শীলভদ্র দত্ত তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন।’’