Advertisement
৩০ এপ্রিল ২০২৪

সিআইডি নিয়ে কৈলাস

রবিবার হাওড়ায় দলের আলোচনাসভার অবসরে কৈলাস বলেন, ‘‘আমি ই মেলে সিআইডি-র নোটিস পেয়েছি। আইনের সামনে যেতে অসুবিধা নেই। কিন্তু শিশু পাচারের তদন্তে আমাকে তলব করা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক পদক্ষেপ। তাই আমি আদালতের দরজায় যাব।’’

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৪:২৭
Share: Save:

শিশু পাচার-কাণ্ড সংক্রান্ত সিআইডি নোটিসের মোকাবিলায় আদালতের দ্বারস্থ হবেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শিশু পাচার-কাণ্ডের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতি ও শনিবার ভবানী ভবনে কৈলাস এবং রূপা গঙ্গোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। রবিবার হাওড়ায় দলের আলোচনাসভার অবসরে কৈলাস বলেন, ‘‘আমি ই মেলে সিআইডি-র নোটিস পেয়েছি। আইনের সামনে যেতে অসুবিধা নেই। কিন্তু শিশু পাচারের তদন্তে আমাকে তলব করা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক পদক্ষেপ। তাই আমি আদালতের দরজায় যাব।’’

তলবের খবর পেয়ে কৈলাস বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গে রাজনীতির দুর্বৃত্তায়ন ও পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। তাই এই তদন্তে কারও বিশ্বাস নেই।’’ বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি কৈলাস ও রূপাকে হেনস্থার চেষ্টা করছে। কারণ, সারদা ও নারদ কেলেঙ্কারিতে সিবিআই ও ইডি-র তদন্তের মুখে পড়েছে তৃণমূল। এই প্রেক্ষিতেই এ দিন কৈলাস মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, ‘‘সাহস থাকলে কেন্দ্রীয় সংস্থা বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করান। সত্য প্রকাশিত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE