গুলি লাগবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বুকে, এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! এই প্রেক্ষিতে কল্যাণের মানসিক স্থিতি নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন সুকান্তও! সম্প্রতি দলীয় মঞ্চে সুকান্ত একাধিক বার দাবি করেছেন, ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) বিরোধিতা করতে পথে নেমে অশান্তি করা হলে, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। এই সূত্রেই কল্যাণ শুক্রবার বলেছেন, “কত বড় মস্তান, গুলি চালানোর কথা বলছে!। ওই গুলি ওঁর বুকে লাগবে। সুকান্তদের আমরা হওয়ায় উড়িয়ে দিই! আসুক শ্রীরামপুরে। এ সব বড় বড় কথা বলুক। বাড়ি ফিরতে পারবে না!” সুকান্ত এ দিন পাল্টা বলেছেন, “আগামী কালই শ্রীরামপুরে যাব। দেখি উনি কী করতে পারেন! দরকারে প্রাণ দেব। কিন্তু ভারতকে বাংলাদেশ হতে দেব না। কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করার কথা বলছেন সাংসদ। ওঁর মানসিক স্থিতি বোঝা যাচ্ছে।” তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা ‘পোক্ত’ হলে কল্যাণের মতো লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হবে এবং পুলিশ সরে গেলে এঁরা বাড়ি থেকে বেরোতে পারবেন না বলেও দাবি করেছেন সুকান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)