Advertisement
E-Paper

বিজেপিরই ছায়া তৃণমূলে, বিঁধলেন এ বার কারাট

নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উপলক্ষে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার (এআইপিএসও) উদ্যোগে বুধবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বক্তা ছিলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৫:৪৭
ফাইল চিত্র

ফাইল চিত্র

জাতীয় স্তরে বড় পরিসরে বিজেপি তথা সঙ্ঘ পরিবার যা করছে, এ রাজ্যে তৃণমূলও সেই একই নীতি নিয়ে চলছে বলে মন্তব্য করলেন প্রকাশ কারাট। তাঁর মতে, বিজেপির মতোই তৃণমূল সরকারের আর্থিক নীতিও দক্ষিণপন্থী। দুই দলই একই রকম ভাবে মেরুকরণে মদত দিচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। গোটা দেশের পরিস্থিতি মাথায় রেখে বামপন্থীদের এখন ধৈর্য ধরে এবং সুশৃঙ্খল পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলাই কাজ, এমনই মনে করছেন কারাট।

নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উপলক্ষে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার (এআইপিএসও) উদ্যোগে বুধবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বক্তা ছিলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক। ইউরোপের নানা দেশের ঘটনার বিবরণ দিয়ে কারাট বোঝানোর চেষ্টা করেছেন, নব্য উদারনীতির আক্রমণের বিরুদ্ধে সর্বত্রই শ্রমিক, কৃষক, কর্মচারীদের ক্ষোভ বাড়ছে। বামপন্থীদের জন্য সুযোগও তৈরি হচ্ছে। ভুক্তভোগী মানুষের ক্ষোভকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার কাজ বামপন্থীদের করতে হবে বলে এ দিনের ভিড়ে ঠাসা সভায় বুঝিয়েছেন কারাট। এরদোগানের তুরস্ক যে ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে দ্রুত ইসলামি মৌলবাদের দিকে এগোচ্ছে, তার সঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতে হিন্দুত্ববাগে উস্কানিরও তুলনা টেনেছেন তিনি।

পরে বাংলার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সিপিএমের এই পলিটব্যুরো সদস্য বলেন, ‘‘সারা দেশের মতো এখানেও গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সব শক্তির আন্দোলন গড়ে তুলে এগোতে হবে। তবে তৃণমূলকে সামনে রেখে বিজেপির মোকাবিলা করা যাবে বলে বাংলায় যে নতুন তত্ত্ব কেউ কেউ দিচ্ছেন, তার কোনও ভিত্তি নেই!’’

Prakash Karat Nelson Mandela Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy