রাজ্যে বিধানসভা ভোটের মুখে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার ভার দলের রাজ্যসভার সদস্য দীনেশ ত্রিবেদীকে দিল তৃণমূল। এই কাজে তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের প্রাক্তন সাংসদ বিবেক গুপ্ত। আজ হিন্দি দিবসে সকালেই এই হিন্দি সেল গঠন নিয়ে ভিডিয়ো মাধ্যমে একটি সাংবাদিক বৈঠক করেন দীনেশ এবং বিবেক। তার আগে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, ‘হিন্দি দিবসে উষ্ণ শুভেচ্ছা। বাংলার মাটি সবাইকে নিয়ে চলার কথাই বলে। পশ্চিমবঙ্গ সরকার হিন্দি শিক্ষা ও সংস্কৃতিকে শক্তিশালী করা এবং হিন্দিভাষী সম্প্রদায়ের কল্যাণের জন্য বিভিন্ন ভাবে উদ্যোগ হয়েছে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘সমস্ত ভাষার সামগ্রিক উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার হিন্দি, উর্দু, অলচিকি, রাজবংশী, কামতাপুরি, গুরুমুখির মতো ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছে। আমি কেন্দ্রকে অনুরোধ করছি বাংলাকে শাস্ত্রীয় ভাষা তালিকার অর্ন্তভুক্ত করতে।’
রাজনৈতিক সূত্রের বক্তব্য, ২০১৬ সালের বিধানসভা ভোটের সময় থেকেই রাজ্যে হিন্দিভাষী ভোটে টান লক্ষ্য করেছিল তৃণমূল। সেই কারণেই ২০১৮ সালে সেই সময়ে দলের বিধায়ক অর্জুন সিংহকে সামনে রেখে হিন্দিভাষীদের মধ্যে শক্তি বৃদ্ধির চেষ্টাও শুরু করেছিলেন মমতা। কিন্তু সেই কমিটি কাজে আসেনি। তাই দীনেশ ও বিবেককে সামনে রেখে কমিটি গড়ে বিভিন্ন জেলা ও ব্লক স্তরে হিন্দিভাষী মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা করেছে তৃণমূল। এ দিন এ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দীনেশ ও সভাপতি হিসেবে বিবেকের নাম অনুমোদন করেছেন মমতা।
হিন্দি বলয়ের দল বিজেপি-কে মাথায় রেখে রাজ্যের হিন্দি ভাষাভাষী মানচিত্রটির দিকে স্বাভাবিক ভাবেই নজর রাখছে তৃণমূল। কলকাতার দু’টি লোকসভা আসনের অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটের প্রভাব আছে। তা ছাড়াও বিধাননগর, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, আসানসোল, ও উত্তরবঙ্গের কয়েকটি বিধানসভা আসনে হিন্দিভাষীরা গুরুত্বপূর্ণ।