Advertisement
০৭ মে ২০২৪

খাগড়াগড় বিস্ফোরণে বিচার শুরু আজ

ঘটনার দু’বছর পূর্তির মুখে আজ, শুক্রবার খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার শুরু হচ্ছে। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষের আদালত তথা এনআইএ আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ জানান, ঘটনার এফআইআর করেছিলেন বর্ধমান থানার তদানীন্তন আইসি আব্দুল গফ্ফর।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০৩:০৪
Share: Save:

ঘটনার দু’বছর পূর্তির মুখে আজ, শুক্রবার খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার শুরু হচ্ছে। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষের আদালত তথা এনআইএ আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ জানান, ঘটনার এফআইআর করেছিলেন বর্ধমান থানার তদানীন্তন আইসি আব্দুল গফ্ফর। তাঁর সাক্ষ্যগ্রহণ দিয়েই শুরু হবে বিচার। ধৃতদের সকলকে আজ আদালতে তোলার কথা। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় বিস্ফোরণ ঘটে। দু’জন মারা যায়। তদন্তে পশ্চিমবঙ্গ তথা ভারতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর বিশাল নেটওয়ার্কের কথা জানা যায়। এ-পার বাংলার মাটিকে ব্যবহার করে ও-পার বাংলার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উত্খাত করার জন্য ধারাবাহিক নাশকতার প্রস্তুতি চলছিল বলে চার্জশিটে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এই মামলায় ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুই মহিলা-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ছ’জন বাংলাদেশি। জেএমবি-র বেশ কয়েক জন চাঁই এখনও ফেরার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khagragarh Blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE