Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খাগড়াগড় বিস্ফোরণের উল্লেখ মার্কিন নথিতে

আন্তর্জাতিক জঙ্গি হামলা সংক্রান্ত মার্কিন রিপোর্টে জায়গা পেল পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ। গত ২ জুন আমেরিকার বিদেশ মন্ত্রক প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০১৫’-য় ওই বিস্ফোরণের উল্লেখ রয়েছে।

সুরবেক বিশ্বাস
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:৩৮
Share: Save:

আন্তর্জাতিক জঙ্গি হামলা সংক্রান্ত মার্কিন রিপোর্টে জায়গা পেল পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ। গত ২ জুন আমেরিকার বিদেশ মন্ত্রক প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০১৫’-য় ওই বিস্ফোরণের উল্লেখ রয়েছে।

মার্কিন বিদেশ দফতরের এই নথিতে বলা হয়েছে, ওই বিস্ফোরণের পরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ভারত-বাংলাদেশ। ২০১৫ সালে দু’দেশের সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়। গত বছর অনুপ্রবেশ ও সীমান্ত সুরক্ষায় একযোগে পদক্ষেপ করেছে দু’দেশ। ভারতের গোয়েন্দা-দল বহু বার বাংলাদেশে গিয়েছেন, ভারতে গিয়েছেন বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা অফিসাররাও।

বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ)-র বিস্ফোরক তৈরির একটি কারখানায় এই বিস্ফোরণটি ঘটে।
২০১৪-র ২ অক্টোবরে এই ঘটনায় দু’জন নিহত ও এক জন জখম হয়। ২ জুলাই, শনিবার কলকাতায় নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে ওই মামলার চার্জ গঠন হওয়ার কথা।

এনআইএ-র আইজি সঞ্জীব সিংহ বলেন, ‘‘খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে দু’দেশের পুলিশ ও গোয়েন্দারা সমন্বয় ও সহযোগিতা রেখে কাজ করছেন। উত্তর-পূর্ব ভারতের একাধিক জঙ্গি-চাঁইকে ধরতে বাংলাদেশ সহযোগিতা করেছে। আবার, ভারতে ধরা পড়া বাংলাদেশের ‘মোস্ট ওয়ান্টেড’-দেরও ফেরত পাঠানো হয়েছে।’’

ভারতে জাল নোটের অনুপ্রবেশ রুখতে ২০১৫-য় দু’দেশের একটি টাস্ক ফোর্স তৈরি হয়েছে। এমনকী, বাংলাদেশের পুলিশ যাতে জাল ভারতীয় টাকা শনাক্ত করতে পারেন, সে জন্য সে দেশে গিয়ে গত বছর থেকে তাঁদের হাতেকলমে পাঠ দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা ও ব্যাঙ্ক অফিসারেরা।

খাগড়াগড়ের পাশাপাশি দেশের আরও কয়েকটি জঙ্গি হামলার প্রসঙ্গ এসেছে মার্কিন রিপোর্টে। গত বছর জুনে মণিপুরে জঙ্গিরা রকেট-চালিত গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ২০ জন সেনাকে হত্যা করে। আবার জুলাইয়ে লস্কর-ই-তইবা জঙ্গিরা পঞ্জাবের গুরদাসপুরে হামলা চালিয়ে চার পুলিশ অফিসার ও তিন জন সাধারণ মানুষকে হত্যা করে। এ ছাড়া, জম্মু ও কাশ্মীরেও জঙ্গি হামলায় এক সেনা অফিসার ও দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এগুলিরও উল্লেখ রয়েছে মার্কিন বিদেশ দফতরের রিপোর্টটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

khagragarh Bombing USA Terrorism list
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE