কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিপণন নীতি (এনপিএফএএম) প্রত্যাহারের দাবিতে আগামী ১৩ জানুয়ারি দেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। তাদের পশ্চিমবঙ্গ শাখার তরফে অমল হালদার, কার্তিক পালেরা জানিয়েছেন, রাজ্যেও ওই দিন ব্লক ও মহকুমা স্তরে বিক্ষোভ দেখানো হবে। পোড়ানো হবে কৃষি বিপণন নীতির খসড়ার প্রতিলিপি। কৃষক নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রের কৃষি আইনেরই একটি ‘বিপজ্জনক সংস্করণ’ এই নীতি। ইতিমধ্যেই পঞ্জাব সরকার কেন্দ্রের ওই নীতি প্রত্যাখ্যান করে সরব হয়েছে। প্রসঙ্গত, পঞ্জাবের মোগায় আয়োজিত মোর্চার মহাপঞ্চায়েত থেকে জাতীয় স্তরে ১৩ তারিখের ওই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, ২৬ জানুয়ারি ট্রাক্টর-মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে সরকারের ফসল কেনার ব্যবস্থা উঠিয়ে না দেওয়া, কৃষি-ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রবেশের বিরোধিতা, কৃষক ও শ্রমিকের ঋণ মকুব, অনশন করা কৃষক নেতা জগজিৎ সিংহ দাল্লেওয়ালের সঙ্গে কেন্দ্রের আলোচনা-সহ বিভিন্ন দাবি তুলেছে মোর্চা। ভবিষ্যৎ কর্মসূচির জন্য মোর্চা ২৪ ও ২৫ জানুয়ারি দিল্লিতে আলোচনায় বসবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)