Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Suvendu Adhikari

Suvendu Adhikari: পুরভোটে ভিভিপ্যাট চাই, দাবি শুভেন্দুদের

মামলায় রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে বলেছে, রাজ্যের অন্যত্র পুরসভার ভোট করতে হবে ৭-৮ দফায়।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ০৭:২৬
Share: Save:

কলকাতা ও অন্য পুরসভার ভোটে সর্বত্রই ভিভিপ্যাট ব্যবহার করার দাবি তুলল বিজেপিয়। কলকাতাক পুরভোটে যাতে ভিভিপ্যাটের সুবিধাযুক্ত ইভিএম ব্যবহার করা হয়, সেই দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পরিষদীয় প্রতিনিধিদল নিয়ে কমিশনে দরবার করতে যাওয়ার কথা তাঁর। শুভেন্দু সোমবার বলেন, ‘‘কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচন কমিশনের হাতে একই রকম ক্ষমতা আছে। লোকসভা ও বিধানসভা ভোটে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি ভিভিপ্যাট ব্যবহার করতে পারে, রাজ্যের কমিশনকেও পুরভোটে তা-ই করতে হবে। তার জন্য আর্থিক সংস্থান রাজ্যকে করতে হবে। নইলে সন্দেহের জায়গা থেকে যাবে।’’ পুরভোট সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে বলেছে, রাজ্যের অন্যত্র পুরসভার ভোট করতে হবে ৭-৮ দফায়। তার প্রেক্ষিতে বিরোধী দলনেতার বক্তব্য, বিধানসভা ভোট তামিলনাড়ুতে এক দফায় আর বাংলায় কেন ৮ দফায়, তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। অথচ এখন শুধু শাসক দলের ‘সুবিধার’ জন্য নানা দফায় পুরভোটের কথা বলা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari VVPAT KMC Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE