কলকাতায় বায়ুদূষণ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। দূষণ হ্রাস এবং বাতাসের গুণমানের সার্বিক উন্নতির জন্য সারা দেশে মোট তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতা তার মধ্যে অন্যতম। শুক্রবার এ বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের স্বীকৃতির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘‘কলকাতাই পথ দেখায়।’’
মুখ্যমন্ত্রীর পোস্ট অনুযায়ী, কলকাতার বাতাসে ‘পার্টিকুলেট ম্যাটার’-এর পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমেছে। তার ফলে সার্বিক ভাবে বাতাসের গুণমানের উন্নতি হয়েছে। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বায়ুদূষণ হ্রাস এবং বাতাসের গুণমানের সার্বিক উন্নতির জন্য কলকাতা-সহ তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতার মানুষের সমর্থনের জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। চলুন, সকলে মিলে শহরকে আরও পরিচ্ছন্ন, আরও সবুজ করে তুলি।’’
আরও পড়ুন:
‘পার্টিকুলেট ম্যাটার’ হল কোনও অঞ্চলের বাতাসে মিশে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন কণা এবং কিছু তরলের সংমিশ্রণ। এগুলি বাতাসে ভেসে থাকে এবং বাতাসকে দূষিত করে তোলে। কলকাতার বাতাসে এই কণার পরিমাণ দেশের অন্যান্য শহরের তুলনায় কমেছে।
দিল্লি-সহ দেশের একাধিক শহরে বায়ুদূষণের পরিমাণ অত্যন্ত বেশি। বার বার এই সংক্রান্ত খবরের শিরোনামে উঠে আসে রাজধানীর নাম। বাতাসের গুণমানের সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) শুক্রবারও দিল্লির অবস্থান ‘দুর্বল’। তবে ওই একই সূচকে কলকাতা ‘ভাল’ পর্যায়ে আছে। কেন্দ্রের স্বীকৃতিও মিলল তার ভিত্তিতেই।