মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার রাতে বিহারের বৈশালী থেকে প্রবীণ কুমার ওরফে পাপ্পু সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বন্দর বিভাগের বিশেষ শাখা এসএসপিডি। শনিবার তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চক্রের প্রধান এক মহিলার খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে যুক্ত আলাউদ্দিন দস্তাগি, ইরশাদ আলম এবং সোমনাথ মণ্ডল নামে তিন ব্যক্তিকে ১৯ জুলাই খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছিল। তখন ২৫০ গ্রাম কোকেনও উদ্ধার করা হয়। তাদের জেরা করেই পুলিশ পাপ্পুর হদিশ পায়।