পকসো আইনে রুজু হওয়া শিশু নির্যাতনের একটি মামলায় মূল অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে গেলে এক আইনজীবীর নেতৃত্বে থানার ওসিকে খুনের চেষ্টা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ৫ জানুয়ারি। মঙ্গলবার সেই মামলায় অভিযুক্তদের সাজা ঘোষণা করল হাওড়া আদালত। এ দিন প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় ১৪ জন অভিযুক্তের মধ্যে প্রধান অভিযুক্ত, উলুবেড়িয়া আদালতের আইনজীবী মুন্সি মতিয়ার রহমান, মুন্সি আসপিয়ার, লিয়াকত মুন্সি ও মনিরুল মুন্সিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ২ বছর জেলে থাকতে হবে তাদের। এ ছাড়া বাকিদের সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ হয়েছে।
হাওড়া আদালত সূত্রের খবর, ২০১৮ সালের ৫ জানুয়ারি হাওড়ার শ্যামপুর থানার ওসি সুমন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গড়চুমুক গ্রামে শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত লিয়াকত ও মনিরুলকে গ্রেফতার করতে যায়। আদালতের পরোয়ানা নিয়েই রাত পৌনে ১২টা নাগাদ ওই অভিযান চালায় পুলিশ। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করে থানায় আনার পথে আইনজীবী মুন্সি মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশকে ঘিরে ফেলেন গ্রামের কয়েক জন বাসিন্দা। অভিযুক্তদের ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশের উপরে ইটবৃষ্টি শুরু হয়। পুলিশ প্রথমে পিছু হটলেও সুমনবাবু দুই অভিযুক্তকে গ্রেফতারের উদ্দেশ্য জানিয়ে দেন মারমুখী জনতাকে। কিন্তু তারা শান্ত তো হয়ইনি, উল্টে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপরে চড়াও হয়। ছিনিয়ে নেওয়া হয় দুই অভিযুক্তকে।
এতেই শেষ নয়। সুমনবাবুকে লাঠি ও বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। গোলমালে গুরুতর জখম হন পুলিশের ওই দলে থাকা এসআই তরুণ পুরকাইত, প্রসেনজিৎ মাঝি-সহ অন্য পুলিশকর্মীরাও।