প্রকাশনা সংস্থার দোকান থেকে বই চুরির অভিযোগে দু’জন গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, ধৃতদের নাম দেবরঞ্জন পাল ও সঞ্জয় ভুঁইয়া। দেবরঞ্জন ওই সংস্থায় হিসেবরক্ষকের কাজ করত। সঞ্জয় সংস্থার প্রাক্তন কর্মী। চুরির অভিযোগেই বছরখানেক আগে সে বরখাস্ত হয়েছিল। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে, তার বদলা নিতেই বই চুরি করে তারা। ধৃত সঞ্জয়ের বইয়ের দোকানে হানা দিয়ে চুরি যাওয়া বইয়ের কিছুটা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার কেশব সেন স্ট্রিটের ওই প্রকাশনা সংস্থার তরফে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ করে বলা হয়, দোকান থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার বই চুরি গিয়েছে। স্টক মেলাতে গিয়ে তাঁরা তা জানতে পেরেছেন।
তদন্তকারীরা জানান, প্রকাশনা সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদের সময়ে দেবরঞ্জনের কথায় অনেক অসঙ্গতি মেলে। টানা জেরায় বই চুরির কথা স্বীকার করে নেয় সে। সেই সঙ্গে সঞ্জয়ের জড়িত থাকার কথাও জানায়।
তদন্তকারীদের দাবি, দেবরঞ্জন হিসেবরক্ষক হিসেবে কাজ করত। দোকানের বই বিক্রির হিসেব এবং স্টক মেলানোই তার কাজ ছিল। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, প্রতিদিন দোকান বন্ধ করার সময়ে গড়ে পাঁচ থেকে ছ’টি বই নিজের ব্যাগের মধ্যে নিয়ে বাইরে পাচার করত দেবরঞ্জন। পরে তা তুলে দিত সঞ্জয়ের হাতে।
মূলত বিভিন্ন কেন্দ্রীয় বোর্ডের পাঠ্যবই পাচার করত দেবরঞ্জন। গত এক বছর ধরে সে প্রায় ২০ লক্ষ টাকার বই সঞ্জয়ের হাতে তুলে দিয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছে। তদন্তকারীরা জেনেছেন, ওই বই বিক্রি করত সঞ্জয়। এর জন্য কলেজ স্ট্রিটে একটি দোকানঘরও ভাড়া নিয়েছিল সে। বই বিক্রির অর্ধেক টাকা দেবরঞ্জনকে দেওয়া হতো বলে পুলিশের কাছে দাবি করেছে সঞ্জয়।