Advertisement
E-Paper

একই দিনে তিনটি দুর্ঘটনা, প্রশ্নে সচেতনতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি দুর্ঘটনার কারণই খতিয়ে দেখা হচ্ছে। অসচেতনার জন্য দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৩:২৭
নিউ টাউনের কনভেনশন সেন্টারের কাছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি। বুধবার। নিজস্ব চিত্র

নিউ টাউনের কনভেনশন সেন্টারের কাছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি। বুধবার। নিজস্ব চিত্র

পথ নিরাপত্তায় প্রশাসন জোর দিলেও একাংশের যে হুঁশ ফিরছে না, ফের তার প্রমাণ মিলল বুধবার বিধাননগর কমিশনারেট এলাকায় তিনটি পথ দুর্ঘটনায়। এ দিন সকাল থেকে বিকেলের মধ্যে দু’টি ঘটনা ঘটে নিউ টাউনে। তৃতীয়টি ঘটে যশোর রোডের বিটি কলেজ মোড়ের কাছে। তিনটি ক্ষেত্রেই গাড়িচালকদের সতর্কতার অভাব এবং রেষারেষির অভিযোগ উঠেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে। পুলিশ জানায়, রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক তরুণী। তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিরোজা বিবি বনবিবিতলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এর আধ ঘণ্টা পরেই নিউ টাউনে কনভেনশন সেন্টারের কাছে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় দু’টি গাড়ির সামনের দিকের অংশের ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, দু’টি গাড়ির ক্ষতি হলেও কেউ আহত হননি এই ঘটনায়। তবে স্থানীয়দের দাবি, নিউ টাউনের বহু অঞ্চলেই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। গতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।

তৃতীয় ঘটনাটি ঘটেছে যশোর রোডে বিটি কলেজ মোড়ের কাছে। পুলিশ জানায়, বারাসতগামী দু’টি বেসরকারি বাস যাত্রী রেষারেষি করছিল। বিটি কলেজ মোড়ের কাছে একটি বাস অন্যটির পিছনে ধাক্কা মারে। অল্পবিস্তর জখম হন ২০ জন যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। চার জনের এখনও চিকিৎসা চলছে। একটি বাসের চালককে আটক করেছে পুলিশ। অন্য বাসটির চালক পলাতক। বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি দুর্ঘটনার কারণই খতিয়ে দেখা হচ্ছে। অসচেতনার জন্য দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করা হবে।

Car accident New Town Road Safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy