Advertisement
৩০ এপ্রিল ২০২৪

মধ্য কলকাতায় ধৃত শ্রীলঙ্কার পাঁচ নাগরিক-সহ দু’জনের জেল হেফাজত

মধ্য কলকাতার একটি হোটেল থেকে শ্রীলঙ্কার পাঁচ নাগরিক-সহ ধৃত দুই ভারতীয় নাগরিককে রবিবার তোলা হল ব্যাঙ্কশাল আদালতে। বিচারপতি মধুসূদন পালের এজলাসে এদের হাজির করানো হয়। বিচারক ধৃতদের ২৪ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ১৬:৪৬
Share: Save:

মধ্য কলকাতার একটি হোটেল থেকে শ্রীলঙ্কার পাঁচ নাগরিক-সহ ধৃত দুই ভারতীয় নাগরিককে রবিবার তোলা হল ব্যাঙ্কশাল আদালতে। বিচারপতি মধুসূদন পালের এজলাসে এদের হাজির করানো হয়। বিচারক ধৃতদের ২৪ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সায়ন্তথন রত্নরাসা, যোগালিঙ্গম শিলনন ওরফে গুণাশেখরন, মঙ্গলেশ্বরম, শিবাশীতবন শিবারাসা, মেহেতি রারাসা কাঘুবন ওরফে কাটিস, আব্দুল রহিম মালিক বাটচা এবং শফিক আহমেদ। এর মধ্যে আব্দুল এবং শফিক তামিলনাড়ুর নাগরিক। অন্যান্য সকলেই শ্রীলঙ্কার জাফনার নাগরিক।

তবে এ দিন ধৃতদের পক্ষে কোনও আইনজীবী না থাকায় আদালতে সওয়াল-জবাব হয়নি। আগামী ২৪ আগস্ট পর্যন্ত তদন্ত করে দেখা হবে, ওই সমস্ত ব্যক্তিরা কী উদ্দেশ্যে ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল অথবা এদের সঙ্গে সত্যিই কোনও জঙ্গি সংস্রব আছে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sri Lanka Kolkata court police bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE