কলকাতার দূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। এমনকি, ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে এ সংক্রান্ত নোটিসও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেঞ্চ।
কেন্দ্রের তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতের সেই নোটিস পাওয়ার স্বীকারও করেছেন। দূষণ সংক্রান্ত এই মামলার সঙ্গে আরও দু’টি জনস্বার্থ মামলা যুক্ত করা হয়েছে। হাই কোর্ট জানায়, আগামী ২৮ জানুয়ারি ওই মামলাগুলির শুনানি করা হবে। পরিবেশ আইন লঙ্ঘন এবং দূষণবিধি অমান্য করার জন্য গত প্রতি বছরই কলকাতা পুলিশ লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করে।
আরও পড়ুন:
কিন্তু কলকাতা পুলিশের ‘অ্যান্টি পলিউশন সেল’-এর তথ্যই বলছে এখনও এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা যায়নি। বায়ু ও শব্দদূষণের জন্য বার বার আলোচনার শীর্ষে এসেছে দুই শহর কলকাতা ও হাওড়া। জাতীয় পরিবেশ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও বায়ু-শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের তরফে সামগ্রিক প্রচেষ্টার অভাবের বিষয়টি নিয়ে অতীতে শুনানিপর্বে উঠেও এসেছিল।