Advertisement
১৯ মে ২০২৪

পুড়ে গেল মোটরবাইক

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে মুচিপাড়া থানা এলাকায় সূর্য সেন স্ট্রিটে।  সেখানে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইকে আচমকা আগুন লেগে যায়।

ব্যস্ততা: নেভানো হচ্ছে বাইকের আগুন। শনিবার, সূর্য সেন স্ট্রিটে। নিজস্ব চিত্র

ব্যস্ততা: নেভানো হচ্ছে বাইকের আগুন। শনিবার, সূর্য সেন স্ট্রিটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৩:৫০
Share: Save:

শনিবার সকালে শহরে পৃথক দু’টি অগ্নিকাণ্ড হয়। একটিতে ভস্মীভূত হয় একটি মোটরবাইক। অন্য ঘটনায় পুড়ে যায় চশমার একটি দোকান। তবে দু’টি ক্ষেত্রেই কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে মুচিপাড়া থানা এলাকায় সূর্য সেন স্ট্রিটে। সেখানে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইকে আচমকা আগুন লেগে যায়। একটি বাড়ির একতলায় সেটি রাখা ছিল। সকাল দশটা নাগাদ কোনও ভাবে তাতে আগুন লেগে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও গাড়িটি পুড়ে হয়ে যায়। তবে ওই বাড়ির কোনও বাসিন্দা আহত হননি। বাড়ির কোনও অংশেরও ক্ষতি হয়নি।

বাড়ির মালিক উজ্জ্বল পুরকায়স্থ জানান, ওই মোটরবাইটি তাঁদের গাড়ির চালক মলয় সিংহের। তিনি তাঁদের বাড়ির কাছেই থাকেন। প্রতিদিনের মতো এ দিন সকালেও চালক মোটরবাইকটি নীচে রেখে বাড়ির উপরে গিয়েছিলেন। কিছু ক্ষণ পরেই বাড়ির কয়েক জন পরিচারিকা একতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করে ওঠেন। উজ্জ্বলবাবু জানান, তিনি বাড়ির ছাদে এক জন ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে কথা বলছিলেন।

চিৎকার শুনে একতলায় এসে দেখতে পান, মলয়ের মোটরবাইকটি জ্বলছে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মিনিট চল্লিশের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।

অন্য ঘটনাটি ঘটে টালিগঞ্জ থানা এলাকার জনক রোডে। পুলিশ জানায়, চশমার একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় লোকজন দমকলে খবর দেন। দোকানটি খোলা ছিল। দু’টি ইঞ্জিন সেখানে পৌঁছয় এবং আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE