বাড়ির পাশের কুয়ো থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। মঙ্গলবার, হরিদেবপুর থানা এলাকারএম জি রোডে। ওই মহিলা সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন। এ দিন সকালে কুয়োর জলে মহিলাকে ভাসতে দেখে পরিজনেরাই থানায় খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠালে মৃত ঘোষণা করা হয়। মৃতার নাম রুনু পাল (৫৩)। প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কলকাতার মতো শহরে কুয়ো কী ভাবে থাকে? পুরসভা কেন ব্যবস্থা নেয় না?
মৃতার পরিবারের তরফে জানানো হয়েছে, বছর দুয়েক আগে রুনুর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের দিনকয়েকের মধ্যেই তিনি নিজের পরিবারে ফিরে আসেন। তার পর থেকে তাঁর শ্বশুরবাড়ির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। পুলিশ সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা পরিবারের সঙ্গেই থাকতেন। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল।
রুনুর পরিবারের দাবি, সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিজনেরা চার দিকে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে থাকা আত্মীয়ের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। কিন্তু খবর না পেয়ে সোমবার বিকেলেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মৃতের আত্মীয় রোমি পাল বলেন, ‘‘এর আগেও দু’-এক বার না বলে বেরিয়ে কখনও আত্মীয়ের বাড়িতে, কখনও এ দিক-ও দিক চলে গিয়েছিল রুনু। এমনটা হয়েছে ভেবেই আত্মীয়দের বাড়িতে খোঁজ করি। ওখানে না পেয়ে পুলিশকে জানানো হয়।’’