Advertisement
১১ জুন ২০২৪

গাড়ির ধাক্কা, জখম সাত

গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচ জনকে ধাক্কা মারার পরে শেষে একটি বাসকে ধাক্কা মারেন তিনি। ওই ঘটনায় গাড়িচালক ও তাঁর স্ত্রী-সহ সাত জন গুরুতর জখম হয়েছেন।

অঘটন: দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। মঙ্গলবার। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

অঘটন: দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। মঙ্গলবার। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০২:০৬
Share: Save:

গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচ জনকে ধাক্কা মারার পরে শেষে একটি বাসকে ধাক্কা মারেন তিনি। ওই ঘটনায় গাড়িচালক ও তাঁর স্ত্রী-সহ সাত জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা সেতু সংলগ্ন বিধাননগরে ঢোকার এক নম্বর গেটের কাছে।

পুলিশ জানিয়েছে, আহতদের নাম দিলীপ সাহা, সুপ্রিয়া সাহা, সুফল মণ্ডল, জয়ন্ত বাগুই, অনিতা মুখোপাধ্যায়, অসিত সরকার এবং শ্যামসুন্দর ঘোষ। এঁদের মধ্যে সুফলবাবু এ দিন গাড়ি চালাচ্ছিলেন। ওই গাড়ির মালিক দিলীপবাবু ও তাঁর স্ত্রী সুপ্রিয়াদেবী গাড়িতে ছিলেন।

পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ গাড়িটি ভিআইপি রোড থেকে বাইপাসের দিকে যাওয়ার জন্য ওই সেতুতে ওঠে। ভিআইপি রোড থেকে বাইপাসে আসার জন্য দু’টি সেতু রয়েছে। একটি পুরনো, একটি নতুন। গোলাঘাটা পেরোনোর পরেই নতুন সেতুতে উঠলে বাইপাসের যেখানে পর পর কফি ও খাবারের দোকান রয়েছে, সেখানে এসে নামা যায়। এই সেতুটিই কয়েক বছর আগে ভেঙে পড়ে এবং দীর্ঘদিন বন্ধ ছিল।

দ্বিতীয় সেতুটি প্রায় উল্টোডাঙা সেতুর আগে থেকেই বাঁ দিকে চলে এসেছে সল্টলেকের দিকে। সেটি নেমেছে বাইপাস শুরু হওয়ার অনেক আগে। এই সেতু থেকে নেমেই বাঁ দিকে সল্টলেকে ঢোকার এক নম্বর গেট। পুলি‌শ জানায়, এ দিন দ্বিতীয় এই সেতুতে ওঠার পরেই দিলীপবাবুর গাড়ি মাঝখানে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এই আরোহীর নামই জয়ন্ত বাগুই। পরে ওই গাড়িটি সেতু থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রী কলোনি বস্তির সামনে নেমেই পরপর একটি অটো এবং দুই পথচারীকে ধাক্কা মারে। অটোযাত্রী অনিতা এবং দুই পথচারী অসিত ও শ্যামসুন্দর আহত হন।

পুলিশের ধারণা, সেতু থেকে নামার পরে দুর্ঘটনায় হতভম্ব হয়ে চালক সুফল গাড়িটি নিয়ে সোজা বাইপাসের দিকে চলে যান। সল্টলেক থেকে যে রাস্তা হাডকো-র দিকে যায়, সেই রাস্তার মুখে এসে গাড়িটি ডানদিকে ঘুরে হাডকো-র দিকে যাওয়ার চেষ্টা করলে একটি বেসরকারি বাসের সামনে পড়ে যায়। বাসের সঙ্গে ধাক্কায় গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়। আহত হন সুফল, দিলীপ ও সুপ্রিয়া।

এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, ওই সেতু থেকে নামার পরে যে ছোট মোড়টি রয়েছে, সেখানে কেউই কোনও ট্র্যাফিক নিয়ম মানছে না। একটি সিগন্যাল থাকলেও সেটি খারাপ। উল্টোডাঙা থেকে সল্টলেকমুখী অটো, গাড়ি, সাইকেল, ভ্যান সবই ‘নো-এন্ট্রি’ বোর্ড থাকা সত্ত্বেও সেতুর নীচ দিয়ে এসে বাঁ দিকে ঘুরে সল্টলেকে ঢুকছে।

সল্টলেক থেকে বেরিয়ে একটি মোটরবাইককে ডান দিকে ওই একমুখী সেতুর উপরে বেআইনি ভাবে উঠে পড়তেও এ দিন দেখা গিয়েছে। পুলিশের অনুমান, সেতুর উপরে যে সাইকেলকে এ দিন দিলীপবাবুর গাড়ি ধাক্কা মারে, সেটিও বেআইনি ভাবে উল্টোদিকে উঠে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE