Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রডের বিদ্যুৎবাহী তারে পা দিয়ে মৃত্যু শিশুর

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার হাওড়া জুটমিলের কাছে, অতীন্দ্রমোহন মুখার্জি লেনে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম রাজু দাস (৮)।

মৃত শিশুটির নাম রাজু দাস (৮)। নিজস্ব ছবি

মৃত শিশুটির নাম রাজু দাস (৮)। নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০২:২২
Share: Save:

একটি নির্মীয়মাণ বহুতলের একতলায় পড়ে থাকা লোহার রডে জড়িয়ে রাখা হয়েছিল বিদ্যুৎবাহী তার। উদ্দেশ্য ছিল চুরি ঠেকানো। ওই বহুতলে খেলতে ঢুকে দুই শিশুর কোনও ভাবে পা পড়ে যায় সেই রডে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। দীর্ঘক্ষণ পরে বাড়ির লোকজন দু’জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে একটি শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় আর একটি শিশু ওই
হাসপাতালেই ভর্তি।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার হাওড়া জুটমিলের কাছে, অতীন্দ্রমোহন মুখার্জি লেনে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম রাজু দাস (৮)। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তারই পড়শি, বছর সাতেকের পূজা দাস। দু’জনেরই বাড়ি অতীন্দ্রমোহন মুখার্জি লেনে। রাজুর বাবা শম্ভু দাস পেশায় রিকশাচালক। মা কিরণ দাস গৃহবধূ। এক স্থানীয় বাসিন্দা কিষেণ রাও জানান, রাজু ও পূজা পাশাপাশি বাড়িতে থাকে। এ দিন রাজু স্কুল যাওয়ার জন্য বেরিয়ে কখন পূজার সঙ্গে ওই বাড়িতে ঢুকে খেলতে শুরু করেছে, খেয়ালই করেননি বাড়ির লোক। কিষেণ বলেন, ‘‘চুরি ঠেকাতে প্রোমোটার লোহার রডে বিদ্যুৎবাহী তার জড়িয়ে রেখে ছিলেন। সেই রডে পা পড়তেই রাজু প্রথমে
বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় পূজাও।’’

খবর পেয়েই ওই দুই শিশুর পরিবারের লোকজন ছুটে আসেন। ছেলে-মেয়েকে উদ্ধার করে তাঁরাই হাসপাতালে নিয়ে যান। সেখানে রাজুকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে ফেরার ওই বহুতলের প্রোমোটার।

হাওড়া সিটি পুলিশের ডিসি (দক্ষিণ) স্বাতী ভাঙালিয়া বলেন, ‘‘আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ওই বাড়ির মালিক এবং প্রোমোটারকে গ্রেফতার করা হবে। একটি শিশু মারা গিয়েছে। ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child electrocuted Raju Das Electric wire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE