এক শিশুকে অপহরণের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার, ট্যাংরায়। পুলিশ জানায়, আয়ুষ রায় নামে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোয়। পরিবার সূত্রে খবর, আয়ুষের দাদার সঙ্গে কেটারিংয়ের ব্যবসায় যুক্ত শাহজাহান নামে এক যুবকের তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিনও শাজাহান বাড়িতে এসে আয়ুষকে চকোলেট, চিপ্স দেয়। পুলিশ জানায়, শাজাহানের সঙ্গেই আয়ুষ বেরোয়। তার পর আর বাড়ি ফেরেনি। শাহাজানের বিরুদ্ধে আয়ুষকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে।