বহুতল আবাসনের বারান্দা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিআইটি রোড এলাকার একটি আবাসনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমিত বাফনা (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, সিআইটি রোডের ওই আবাসনের কয়েক জন
বাসিন্দা এ দিন বহুতলটি থেকে নীচে ভারী কিছু পড়ার জোরালো আওয়াজ শুনতে পান। তাঁরা নীচে নেমে বেরিয়েই অমিতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ওই ভাবে ওঁকে পড়ে থাকতে দেখে ঘাবড়ে যাই। চিৎকার করে ডাকি আশপাশের লোকজনকে। অমিতের বাড়ির লোকদেরও খবর দেওয়া হয়। গোটা ফুটপাত তখন রক্তে ভেসে যাচ্ছিল।’’ পুলিশ জানিয়েছে, অচৈতন্য অবস্থায় অমিতকে উদ্ধার করে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
তদন্তে জানা গিয়েছে, চলতি বছরের ১২ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন অমিত। তবে, ছ’দিন পরে তিনি ফিরে আসেন। অমিতদের পারিবারিক ব্যবসা রয়েছে। তিনি অবসাদে ভুগছিলেন বলে পুলিশ পরিবার সূত্রে জেনেছে।
কী কারণে ওই ব্যক্তি অবসাদে ভুগছিলেন, তা তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, যে বারান্দা থেকে অমিত পড়ে যান, সেই বারান্দায় ছ’ফুটের মতো উঁচু রেলিং রয়েছে। তাই অসতর্কতায় পড়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)