সমাজমাধ্যমে আলাপ হওয়া এক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে এক নাবালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নাবালক দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি দক্ষিণ শহরতলিতে। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। বুধবার তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হলে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
অভিযোগ, দক্ষিণ কলকাতার একটি থানায় গত মঙ্গলবার ১৪ বছরের এক নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। তাতে দাবি করা হয়, ওই নাবালক মেয়েটির বাড়িতে এসে তাকে যৌন নির্যাতন করেছে। ঘটনার তদন্তে নেমে সমাজমাধ্যমের সূত্র ধরে পুলিশ ওই নাবালকের সন্ধান পায়। তার বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত সপ্তাহে সমাজমাধ্যমে আলাপ হয় ওই নাবালক ও নাবালিকার। যা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ, এর পরেই ওই নাবালিকার ডাকে মঙ্গলবারতার দক্ষিণ কলকাতার বাড়িতে চলে আসে ওই নাবালক। সেই সময়ে মেয়েটি বাড়িতে একাই ছিল। অভিযোগ, তাকে একা পেয়ে যৌন নির্যাতন করে ওই নাবালক। তারপরে সেই বাড়ি থেকে বেরিয়েযায় ছেলেটি।
ঘটনার অব্যবহিত পরেই মেয়েটিকে সমাজমাধ্যমে ‘ব্লক’ করে দেয় ওই নাবালক। মা-বাবা বাড়িতে ফিরে এলে নাবালিকা তাঁদের সব কথা জানায়। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে মামলা রুজু করে নাবালককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীরা জানান, ওই নাবালক কেন এই ঘটনা ঘটাল, তা জানার চেষ্টা চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)