পথ দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসী ও তাঁর সেবকের মৃত্যু হল হাওড়ায়। আহত হয়েছেন ছ’জন।
সোমবার সকালে গড়িয়ায় ওই সঙ্ঘের কার্যালয় থেকে ছোট ট্রাকে করে সেখানকার সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ (৫৫) এবং তাঁর সেবক বাসুদেব মণ্ডল (৬০)-সহ আট জনের একটি দল মুম্বই রোড ধরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সঙ্ঘেরই শাখায় যাচ্ছিলেন। বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি জাতীয় সড়কের উল্টো দিকের লেনে চলে যায়। সেই লেন ধরে আসা একটি বালির ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছোট ট্রাকটি উল্টে যায়। সওয়ারিরা রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই সন্ন্যাসী ও তাঁর সেবককে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বাকি ছ’জনের মধ্যে এক জনের প্রাথমিক চিকিৎসা হয়।
বাকিদের বাগনান গ্রামীণ হাসপাতাল থেকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে সেখানে আসেন মন্ত্রী পুলক রায়। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে গুরুতর জখম তিন জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানোর ব্যবস্থা করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)