মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলে যুবক। সকালে পরিজনেরা খোঁজাখুঁজি করলেও তাঁর হদিস পাননি। বিকেলে বাড়ি থেকে কিছু দূরে একটি নির্মীয়মাণ বাড়ির নীচ থেকে উদ্ধার হল ওই যুবকের রক্তাক্ত দেহ। বুধবার বিকেলে, হরিদেবপুর থানার ডায়মন্ড পার্ক এলাকার ঘটনা। এটি খুন, না কি পড়ে গিয়ে মৃত্যু, তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অয়ন গোমস্তা (২০)। তাঁর বাড়ি হরিদেবপুরে। তিনি কেটারিং সংস্থায় রান্নার কাজ করতেন। অয়নের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ১২টা নাগাদ বেরিয়ে অয়ন আর ফেরেননি। তাঁর মোবাইলও বন্ধ ছিল। এ দিন সকালে উঠে অয়নকে বাড়িতে না দেখে পরিজনেরা খোঁজ শুরু করেন। পরিবার জানিয়েছে, দুপুরে অয়নের এক বন্ধু বাড়িতে অয়নের মোবাইলটি দিয়ে যান। যদিও অয়ন কোথায়, তা না জানিয়েই চলে যান তিনি। শেষে ফের সবাই খোঁজ শুরু করে অয়নকে নির্মীয়মাণ চারতলা বাড়ির নীচে পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অয়নকে মৃত ঘোষণা করা হয়।
অয়ন গোমস্তা।
অয়নের মৃত্যুর কারণ জানতে তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ দিন ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা। আনা হয় পুলিশ কুকুর। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্মীয়মাণ বাড়িটির তেতলা থেকে মিলেছে নেশার সামগ্রী। পুলিশ জেনেছে, ওই বাড়িটি দীর্ঘ দিন পরিত্যক্ত। সেখানে নেশার আসর বসে। এক তদন্তকারী বলেন, ‘‘মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত হচ্ছে। সব দিক খোলা রেখে তদন্ত চলছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)