সকাল তখন সাতটা হবে। ঘুম থেকে উঠে নিরাপত্তারক্ষীদের বলেছিল সে শৌচাগারে যাবে। সেই মতো তিন নিরপত্তারক্ষী ওই বন্দিকে শৌচগারে পৌঁছেও দেয়। মিনিট দশেক অতিক্রম হওয়ার পর যখন ওই বন্দি শৌচাগার থেকে বেরোচ্ছে না, তখন সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাঁরা শৌচাগারের দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন সেখানে ওই বন্দি নেই। শৌচাগারের জানালার একটি রড বাঁকানো। আর সেখান থেকেই ঝুলছে একটি দড়ির অংশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালের কার্জন ওয়ার্ডের দোতলায়। পলাতক ওই বন্দির নাম আফজল মোল্লা। তার বাড়ি বাংলাদেশে। তিন নিরাপত্তারক্ষী পাহারায় থাকা সত্ত্বেও কী ভাবে ওই বিচারাধীন বন্দি পালিয়ে গেলে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের রির্জাভ ফোর্সের ওই তিন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, বছর দুয়েক আগে আফজল মোল্লাকে অপহরণের মামলায় গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার পুলিশ। ওই অপহরণের পাশাপাশি তার বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশেরও মামলা চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই মামলাগুলি বিচারাধীন ছিল আদালতে। আদালতের নির্দেশে আফজলকে রাখা হয় প্রেসিডেন্সি জেলে।
কলকাতা পুলিশ সূত্রের খবর, জেলে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে জেল হাসপাতাল এবং পরে হত ১৭ জুন তাকে চিকিৎসার জন্য আনা হয় এসএসকেএস হাসপাতালে। ওই হাসপাতালের কার্জন ওয়ার্ডের তিনতলায় ভর্তি ছিল আফজল। কয়েক দিন আগে তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়। তার পর থেকেই ওই হাসপাতালেই ভর্তি ছিল ওই বন্দি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy