ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। সপ্তমীর রাতে ঘটনাটি ঘটেছে বেহালা নূতন দল পুজো মণ্ডপের কাছে। পুলিশ যদিও জানিয়েছে, ওই মহিলা দীর্ঘ দিন ধরে অ্যাজ়মার সমস্যায় ভুগছিলেন। মণ্ডপ থেকে বেরোনোর পরেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর রাতে ভালই ভিড় হয়েছিল বেহালা নূতন দল পুজো মণ্ডপে। সেখানেই গিয়েছিলেন হরিদেবপুরের বাসিন্দা সঙ্গীতা রানা। বছর ৪৬-এর ওই মহিলা মণ্ডপ থেকে বেরিয়ে রায়বাহাদুর রোডে পৌঁছতেই শ্বাসকষ্ট অনুভব করেন। কোনও মতে তাঁকে তুলে কাছেই পুলিশের কিয়স্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে সিপিআর দেওয়া হয়। অবস্থার উন্নতি হচ্ছে না দেখে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্ত করা হচ্ছে। বাকি সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। বেহালা নূতন দলের পুজো উদ্যোক্তা তথা ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি সন্দীপন বলেন, ‘‘মণ্ডপের বাইরে রাস্তায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তিনি যে মারা গিয়েছেন, পরে শুনলাম।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)