বহুতল থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করলেন এক তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকায়। তরুণীর নাম শিবালিকা সিংহ। বয়স ২৫ বছর। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করছে চেতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শিবালিকা চেতলা থানার অন্তর্গত পরমহংসদেব রোডের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে এলাকারই একটি বাড়ির এগারো তলা থেকে ঝাঁপ দেন ওই তরুণী। পুলিশ আরও জানতে পেরেছে, এমবিএ-ছাত্রী ছিলেন শিবালিকা। দিল্লির একটি বিজ়নেস স্কুলে তিনি এমবিএ পড়ছিলেন। কী কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন তরুণী তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন কি না ওই তরুণী তা খতিয়ে দেখছে পুলিশ।