Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mysterious Death

ব্যারাকে ‘আত্মঘাতী’ তরুণী আরপিএফ

প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের সন্দেহ, ওই তরুণী কনস্টেবল ঘটনার ছবি তোলার চেষ্টা করেছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোবাইলটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

A Photograph representing a dead body

আরপিএফ ব্যারাক থেকে উদ্ধার হল এক তরুণী আরপিএফ কর্মীর ঝুলন্ত দেহ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ০৬:৩৭
Share: Save:

আরপিএফ ব্যারাক থেকে উদ্ধার হল এক তরুণী আরপিএফ কর্মীর ঝুলন্ত দেহ। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে। মৃতার নাম পুনম মিশ্র (২৩)। সকাল সাড়ে ১১টা নাগাদ ব্যারাকের একটি ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পুনমের দেহ উদ্ধার করা হয়। পাখার উপর থেকে মেলে তাঁর মোবাইলটি।

প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের সন্দেহ, ওই তরুণী কনস্টেবল ঘটনার ছবি তোলার চেষ্টা করেছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোবাইলটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকের একটি ঘরে পাঁচ সহকর্মীর সঙ্গে থাকতেন পুনম। তাঁদের মধ্যে তিন জন ছুটিতে আছেন। এ দিন সকালে আর এক জনও ডিউটিতে চলে যান। ফলে, ঘরে পুনম একাই ছিলেন। এ দিন অনেক বেলা হয়ে যাওয়ার পরেও বার বার ডেকে তাঁর সাড়া মেলেনি। শেষে দরজা ভেঙে দেহ উদ্ধার হয়।

রেল পুলিশ জেনেছে, মৃতার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। পাশাপাশি, তাঁর মাইগ্রেনের সমস্যাও ছিল। তিনি অবসাদে ভুগছিলেন। তবে সহকর্মীরা জানিয়েছেন, বাহিনীতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। কাজেও ছিলেন দক্ষ। বৃহস্পতিবার রাতেও তাঁর মধ্যে কোনও রকম অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি। রেল পুলিশ জানায়, মৃতার বাড়ি বোকারোয়। দু’বছর আগে তিনি চাকরিতে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE