Advertisement
১৭ মে ২০২৪

এ বার এসি মিনিবাস

এ বার মিনিবাসও এসি! রাজ্য সরকার কলকাতা শহরে নিয়ে আসছে গোটা দশেক এসি মিনিবাস। তার মধ্যে পাঁচটি চলবে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০১:২৬
Share: Save:

এ বার মিনিবাসও এসি! রাজ্য সরকার কলকাতা শহরে নিয়ে আসছে গোটা দশেক এসি মিনিবাস। তার মধ্যে পাঁচটি চলবে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত। বাকি পাঁচটি চলবে ধর্মতলা থেকে বিমানবন্দর পর্যন্ত। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী এক বছরের মধ্যে শহরে আরও গোটা বিশেক এসি মিনিবাস চালু করা হবে।

পরিবহণ দফতর সূত্রের জানা গিয়েছে, শহরে অ্যাপ্লিকেশন নির্ভর পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করতে বেসরকারি বাসমালিক এবং কর্মীদের মধ্যে ১০০টি স্মার্ট ফোন বিলি করবে পরিবহণ দফতর। এ কাজে সরকারকে সাহায্য করবে বিশ্ব ব্যাঙ্ক। পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বেসরকারি বাসমালিকেরা। তাঁরাও অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাত্রীদের বাসের তথ্য জানাতে চান। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরাও এ ব্যাপারে খুবই উৎসাহী। এতে যাত্রীদেরও উপকার হবে। পরিবহণ দফতরের এক কর্তা জানান, ভবিষ্যতে পরিবহণের অ্যাপ-এর সঙ্গে ওলা, উবেরের অ্যাপকেও যোগ করার কথা ভাবনার মধ্যে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AC minibus Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE