উন্নত মানের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা-সহ পুরো রাস্তায় ক্লোজ্ড সার্কিট ক্যামেরা— কিছুই বাদ যায়নি কোনা এক্সপ্রেসওয়েতে। তা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না এই ব্যস্ত সড়কে। সোমবার সন্ধ্যায় কোনা এক্সপ্রেসওয়ের বেতড় মোড়ে দুর্ঘটনায় জখম হলেন ২ জন। প্রায় ৪০ মিনিট বন্ধ রইল কলকাতামুখী সমস্ত গাড়ি। তীব্র যানজটে নাকাল হলেন যাত্রীরা।
পুলিশ জানায়, এ দিন বেতড় মোড়ে সিগন্যালে দাঁড়ানো একটি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে মুম্বই রোড থেকে আসা নন্দীগ্রাম-হাওড়া রুটের একটি বাস। এর জেরে সামনের গাড়িটি আবার ধাক্কা মারে তার সামনে দাঁড়ানো একটি গাড়িতে। সেই গাড়িটি ধাক্কা মারে একটি ট্যাক্সিতে। পরপর এতগুলি গাড়ির ধাক্কায় মুহূর্তে ট্রাফিক ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যায়।
এ দিকে, গাড়িটিকে ধাক্কা মারার পরে নন্দীগ্রাম-হাওড়া রুটের বাসচালক পালিয়ে যাওয়ায় বাস সরাতে গিয়ে সমস্যায় পড়ে পুলিশ। শেষে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছ থেকে রেকার এনে একে একে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরানো হয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় ২ জন বাসযাত্রী আহত হন। আঘাত তত গুরুতর না হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।