লন্ডন আই-এর ধাঁচে ‘কলকাতা আই’ গড়তে কলকাতা পুরসভার প্রথম বৈঠক হল সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় বছর দুই আগেই ‘কলকাতা আই’ তৈরির পরিকল্পনা হয়। প্রথমে নগরোন্নয়ন দফতর কাজের দায়িত্ব পেলেও সম্প্রতি পুরসভার হাতে সেটি তৈরির ভার দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরেই এ দিন পুরভবনে পদস্থ ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভা সূত্রের খবর, মিলেনিয়াম পার্কে প্রায় সাড়ে ৮ একর জমিতে ওই ‘জায়ান্ট হুইল’ গড়ে তোলা হবে।
শোভনবাবু জানান, তিনটি বেসরকারি সংস্থা একযোগে আগেই ওই কাজের বরাত পেয়েছিল। শর্ত ছিল, জমির লিজ ভাড়া হিসেবে শুরুতেই ১৫ কোটি টাকা দিতে হবে জমির মালিক বন্দরকে। সোমবার ছিল টাকা জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে নগরোন্নয়ন দফতরের হাত থেকে পুরসভার হাতে ‘কলকাতা আই’ তৈরির দায়িত্ব চলে যাওয়ায় টাকা জমার দেওয়ার পর্ব সম্পন্ন হয়নি। এ দিন সেই প্রসঙ্গ তুলে মেয়র বলেন, ‘‘বৈঠকে ওই সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। অবিলম্বে বন্দরের প্রাপ্য টাকা জমা দিতে তাঁদের বলা হয়েছে।’’
জানা গিয়েছে, প্রায় ১২০ মিটার ব্যাস বিশিষ্ট ওই হুইল মন্থর গতিতে ঘুরবে মিলেনিয়াম পার্কে। এতে চেপে গঙ্গার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেক উপর থেকে কলকাতা শহরটাকেও দেখতে পাবেন দর্শনার্থীরা। পুরসভার এক ইঞ্জিনিয়ার জানান, ১৮ মাসে কাজ শেষ করতে বলা হয়েছে। খরচ ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। মেয়র জানান, বরাত পাওয়া সংস্থাকে তাদের নকশা-সহ সব কিছু পুরসভায় জমা দিতে বলা হয়েছে। সব খতিয়ে দেখে শীঘ্রই কাজ শুরু করা হবে।