এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সল্টলেকের কেন্দ্রীয় বিদ্যালয় (২)-এর দুই শিক্ষিকা এবং এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিন অভিযুক্তের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল। হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি ঈশানচন্দ্র দাসের ডিভিশন বেঞ্চ এ দিন জানায়, ওই ছাত্রীর বিরুদ্ধে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তার জেরে তাকে স্কুলে ঢোকার ব্যাপারে ৭ দিন সাসপেন্ড করা হয়। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার প্রমাণ মেলেনি। এ ছাড়া, ওই ছাত্রীর ব্যক্তিগত ডায়েরি পড়ে জানা গিয়েছে, সে অনেক আগে থেকেই আত্মহত্যার জন্য মানসিক ভাবে প্রস্তুত হচ্ছিল। সে কারণেই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ঠিক নয়।