প্রায় দেড় দশক ধরে মামলা লড়ার পর অবশেষে কেন্দ্রীয় সরকারি চাকরি পেলেন এক ব্যক্তি। কলকাতা হাই কোর্টের খবর, ২০০৮ সালে কেন্দ্রীয় সরকারি ইএসআই হাসপাতালে অডিয়োমিটার টেকনিশিয়ান পদে চাকরির পরীক্ষা দিয়েছিলেন খোকন মল্লিক নামে এক ব্যক্তি। পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে প্রথমে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা করেন তিনি। সেই মামলায় পরাজিত হয়ে ২০১৩ সালে হাই কোর্টে মামলা করেন। সেই মামলা দীর্ঘদিন চলার পরে রায় খোকনের পক্ষে রায়। কিন্তু রায় কার্যকর না-হওয়ায় তিনি ফের আদালত অবমাননার মামলা করেন। শেষমেশ দিন কয়েক আগে জোকা ইএসআই হাসপাতালে চাকরিতে যোগ দিয়েছেন খোকন। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘আদালতের রায় অনুযায়ী গোড়া থেকে চাকরির যাবতীয় সুযোগসুবিধাও পাবেন খোকন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)