Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Local News

বাগুইআটিতে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে লুঠের চেষ্টা

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটির তেঘরিয়ায়, নন্দনকানন এলাকায়।

বাগুইআটির সেই বাড়ি। সোমবারের নিজস্ব চিত্র।

বাগুইআটির সেই বাড়ি। সোমবারের নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ২০:৪৬
Share: Save:

লুঠ করার উদ্দেশে বাড়িতে ঢুকে এক বৃদ্ধ দম্পতিকে মারধর করল দুই সশস্ত্র দুষ্কৃতী। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী, ৬৭ বছর বয়সী অলকরঞ্জন চক্রবর্তী। দুষ্কৃতীদের ধাক্কায় জখম হন তাঁর স্ত্রীও। দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটির তেঘরিয়ায়, নন্দনকানন এলাকায়।

পুলিশ জানাচ্ছে, শনিবার গভীর রাতে টেলিভিশনে খেলা দেখার সময় অলকবাবু হঠাৎ তাঁর বাড়ির দোতলার ব্যালকনিতে একটি শব্দ শুনতে পান। তিনি ভাবেন, হয়তো কোনও বেড়াল ওই শব্দ করছে। দরজা খুলতেই দেখেন ব্যালকনির এক কোণে কাপড় মুড়ি দিয়ে বসে রয়েছেন দু’জন। অলকবাবু চিৎকার করতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তাঁর শরীরে অস্ত্রের একের পর এক কোপ বসায়। তার পর তারা ঢুকে পড়ে অলকবাবুর ঘরে। দুষ্কৃতীদের ঢুকে পড়তে দেখে তড়িঘড়ি নামতে গিয়ে বিছানা থেকে পড়ে যান অলকবাবুর স্ত্রী রত্না চক্রবর্তী। পড়ে গিয়ে তাঁর চোট লাগে কোমরে। ওই অবস্থাতেই রত্নাদেবীকে প্রচণ্ড ধাক্কা মারে দুষ্কৃতীরা।

আরও পড়ুন- জানলা-দরজা ভেঙে আসানসোলগামী ট্রেন দাঁড় করিয়ে লুঠ​

আরও পড়ুন- সাতসকালে কলকাতায় পুলিশের সামনেই ট্যাক্সিতে উঠে ছিনতাই!​

দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাতে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তে নামলেও দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE