শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করল আলিপুরের বিশেষ পকসো আদালত। শনিবার তাকে দোষীসাব্যস্ত করেন ওই আদালতের বিচারক রিম্পা রায়।
এই মামলার সরকারি আইনজীবী সুব্রতা কর বলেন, ‘‘২০১৮ সালে দক্ষিণ কলকাতার একটি থানা এলাকার বাসিন্দা ওইনির্যাতিতার মা তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই মহিলা বাড়িতে না থাকলেতাঁর ছ’বছর বয়সি মেয়েকে যৌন হেনস্থা করত স্বামী।’’ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় সরকারি চিকিৎসক-সহ মোট সাত জন সাক্ষ্য দিয়েছেন। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার রিপোর্টের উপরে ভিত্তি করেই বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন।
এই মামলায় নির্যাতিতা ও তার মায়ের গোপন জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। আগামী কাল, সোমবার বিচারক শাস্তি ঘোষণা করবেন বলে আদালত সূত্রের খবর। অভিযুক্তকে হেফাজতে রেখে মামলার বিচার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)